সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটি প্রক্রিয়া যার দ্বারা একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে স্বতন্ত্র বা স্বতন্ত্র সফটওয়্যার তৈরি করা হয়। এটি একটি আন্ত inter সম্পর্কিত প্রোগ্রামিং কোডের সিরিজ লেখার সাথে জড়িত, যা উন্নত সফটওয়্যারের কার্যকারিতা প্রদান করে।
সফটওয়্যার ডেভেলপমেন্টকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডিজাইনও বলা যেতে পারে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট হল একটি পুনরাবৃত্তিমূলক যৌক্তিক প্রক্রিয়া যার লক্ষ্য একটি অনন্য ব্যবসা বা ব্যক্তিগত উদ্দেশ্য, লক্ষ্য বা প্রক্রিয়া সম্বন্ধে একটি কম্পিউটার কোডেড বা প্রোগ্রাম সফটওয়্যার তৈরি করা। সফটওয়্যার ডেভেলপমেন্ট সাধারণত একটি পরিকল্পিত উদ্যোগ যা বিভিন্ন পদক্ষেপ বা পর্যায় নিয়ে গঠিত যার ফলে কর্মক্ষম সফটওয়্যার তৈরি হয়।
আপনি কি সাশ্রয়ী দামে বাংলাদেশের সেরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি খুজছেন? TargetSoft BD বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিশ্বমানের Software Development । আমাদের এক্সপার্ট ডেভেলপারগণ আপনার Custom Software-এর মাধ্যমে Smooth User Experience নিশ্চিত করে থাকে।
TargetSoft এমন একটি প্রতিষ্ঠান যা আপনাকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের গুনগত মান বজায় রাখতে কখনোই একক সিদ্ধান্তে কোন প্রজেক্ট সম্পূর্ন করেনা। কোন অর্ডার গ্রহন করার পর আমাদের দক্ষ্য টিম মেম্বারগন ( Front-End Developer, Back-End Develpoer, and UX-Designer ) একত্রে বসে আপনার প্রজেক্টের একটি খসড়া প্রতিলিপি তৈরি করে থাকে। অতপর, সেই খসড়া প্রতিলিপি সম্পর্কে আপনার মতামত গ্রহন করে চুড়ান্ত Digital Mockup তৈরি করে থাকে। তারপর আমাদের ডেভেলপারগন চুড়ান্ত Digital Mockup অনুযায়ী ওয়েব সাইট ডেভেলপ করা আরম্ভ করে। আপনার ওয়েব সাইটের User-Engagement ধরে রাখতে আমরা সকল ধরনের পর্যবেক্ষণ করে থাকি। আর বিশেষ করে TargetSoft যেকোন চলমান প্রজেক্টেও আপনার মতামতের ভিত্তিতে ইতিবাচক পরিবর্তনগুলোর প্রাধান্য দিয়ে থাকে। আমাদের কাজের প্রক্রিয়াগুলো এবং গুনগত মান এর দিক বিবেচনা করলে অবশ্যই TargetSoft - বাংলাদেশের সেরা ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোম্পানি।
৪২/৪৪ দিদার ভিলা ,২য়-কলোনী-মাজার-রোড, মিরপুর-০১, ঢাকা , বাংলাদেশ
মোবাইল ঃ ০১৮২৭-৬০৯-৪৪১
© Copyright 2020 Design by TargetSoftBD